বুধবার বিকেলে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাচটিতে কিউইদের নায়ক ছিলেন ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬ চার ও ৭ ছয়ের মারে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস। যার সুবাদে ১৭২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
Advertisement
দলকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দেয়ার জন্য দুবাইয়ের উত্তপ্ত গরমের মাঝে প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করতে হয়েছে গাপটিলকে। এই সময়ের মাঝে অতিরিক্ত ঘাম ও চাপের কারণে প্রায় সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে তার। নিউজিল্যান্ডের এক টিভি চ্যানেলে গাপটিল নিজেই জানিয়েছেন এ তথ্য।
তিনি বলেছেন, ‘ব্যাটিং শেষে যখন মাঠ থেকে ফিরলাম, তখন আমার প্রায় চার কেজি চারশ গ্রাম ওজন কমে গিয়েছিল। তাই খুব দ্রুত হাইড্রেশন প্রক্রিয়া শুরু করতে হয়েছিল।
ম্যাচটিতে ছয় ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে খানিক চাপেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করেন গাপটিল ও গ্লেন ফিলিপস। মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গাপটিল, ফিলিপস খেলেন ৩৭ বলে ৩৩ রানের ইনিংস।
Advertisement
দুজনের জুটির ব্যাপারে গাপটিল বলেছেন, ‘আমি ধীরস্থিরভাবে শুরু করছিলাম। আমাদের শুরুটা খুব ভালো হয়নি। পাওয়ার প্লে’র মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম। ফিলিপস ও আমাকে পরিস্থিতি বুঝে জুটি গড়ার প্রয়োজন ছিল। আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। যা আমাদের কাজ সহজ করেছে।’
এসএএস/জিকেএস