আন্তর্জাতিক

ইউরোপে ফের হামলার আশঙ্কা

নতুন বছরের আগে ইউরোপের দেশগুলোর রাজধানীতে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অস্ট্রিয়ার পুলিশ একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ তথ্য পাওয়ার পর দেশটিতে সতর্কবার্তা জারি করেছে। খবর ডেইলি মেইলের।তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোন শহরে এ হামলা হতে পারে সে বিষয়ে কিছু বলা হয়নি। অস্ট্রিয়ার ওই সতর্কবার্তা জারির পর ইউরোপজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩০ জনের প্রাণহানির ঘটনার পর এখনো ইউরোপের দেশগুলোতে আতঙ্ক রয়েছে। ইউরোপে রেকর্ড পরিমাণ শরণার্থী এবং অভিবাসীর স্রোত এ বছর ঢুকে পড়েছে। এদের মধ্যে জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য থাকতে পারে বলে ইইউর বিভিন্ন দেশের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন।অস্ট্রিয়ার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের রাজধানীগুলোর জনাকীর্ন স্থানে ক্রিসমাস এবং নতুন বছরের আগে হামলা হতে পারে বলে তাদের কাছে তথ্য আছে। এতে হামলাকারী বেশ কিছু সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। তবে হামলাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় দেশটির পুলিশ। ভিয়েনা পুলিশের মুখপাত্র ক্রিসটোফ পোলজ বলেন, হামলাকারীরা ভিয়েনা আছে কিনা সে সম্পর্কে কোনো প্রমাণ নেই এমনকি তারা ইউরোপে অবস্থান করছে কিনা সে বিষয়েও প্রমাণ নেই। তবে ইউরোপের আর কোন দেশে হামলা হতে পারে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।এসআইএস/এমএস

Advertisement