মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ দেখতে নদী তীরে ভিড় জমান ফরিদপুর, নড়াইল ও মাগুরার বিভিন্ন বয়সের লাখো মানুষ।
Advertisement
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে মহম্মদপুরের মধুমতি নদীর শেখ হাসিনা সেতু সংলগ্ন অ্যালানখালী ঘাটে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ উপভোগ করতে দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে মধুমতী নদীর তীরে। ঢাক ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বিভিন্ন সাইজের নৌকা। নৌকা বাইচে প্রতিযোগিতায় দুটি নারীদের নৌকাসহ মোট ২৮টি নৌকা দুই গ্রুপে অংশ নেয়। টালাই গ্রুপে মাগুরার আকরাম হেসেনের খানাবাড়ী নৌকা প্রথম ও খুলনার খাজা সর্দারের সোনার বাংলা নৌকা দ্বিতীয় হয়।
কালাই গ্রুপের মহম্মদপুরের আতর মোল্যার নৌকা প্রথম এবং কুষ্টিয়ার লালন শাহের নৌকা দ্বিতীয় হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার।
Advertisement
নৌকা বাইচকে কেন্দ্র করে মহম্মদপুরের প্রতিটি বাড়িতে চলছে উৎসবের আমেজ। দূর-দূরান্তের আত্মীয়-স্বজনের আগমনে মুখরিত হয়ে উঠেছে এ উপজেলা। নানা ধরনের খাবার আর পিঠা পায়েশের সুঘ্রাণে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী গ্রামে। নদীর তীরে মেলা বসেছে। নৌকা বাইচ দেখার পাশাপাশি বিভিন্ন প্রসাধনী ও খেলনা কেনায় ব্যস্ত ছিলেন নারী-শিশুরা।
আয়োজক কমিটি সূত্র জানায়, এমপি বীরেন শিকদারের বাবা বিহারী লাল শিকদারের স্মৃতি স্মরণে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এবার অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো এ নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেলা কাফি প্রমুখ।
এসআর
Advertisement