স্বাস্থ্য

করোনায় মৃত্যু নেই চার বিভাগে

রাজধানীসহ সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী তিনজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮৭ জনে।

Advertisement

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়। এছাড়া খুলনায় একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়। একই সময়ে দেশের অন্য চারটি বিভাগ- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (৪ নভেম্বর) পর্যন্ত সারাদেশে মোট মৃত ২৭ হাজার ৮৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ১২ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৫ হাজার ৬৬১ জন, রাজশাহীতে ২ হাজার ৪৪ জন, খুলনায় ৩ হাজার ৬০০ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৬৭ জন, রংপুরে এক হাজার ৩৬৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৪৩ জন মারা গেছেন।

Advertisement

এমইউ/কেএসআর/জিকেএস