ফিচার

আজকের ধাঁধা : ২৭ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :১. ‘আছে যতো আসবে ততো,     তার অর্ধেক তার অর্ধেক।     আপনাকে নিয়ে একশত,     তাহলে মোট হয় কত?’২. ‘আগে যায় ফিরে চায়,     ওটি তোমার কে?     ওর শ্বশুরকে আমার শ্বশুর,     বাবা বলেছে।’৩. ‘আগে পরে যত্ন তাহার,     মধ্যে পাড়ার মাথা।     ভাগ্য আমার ভাগ্য তোমার,     বলতে পারি তথা।’৪. ‘আঁটি আঁটি আঁটি,     মাটির নিচে লাঠি।     সেই লাঠি রান্না করি,     খাই সবাই মজা করি।’উত্তর :১. ৩৬+৩৬+১৮+৯+১=১০০২. শাশুড়ি৩. কপাল৪. মানকচুএসইউ/এমএস

Advertisement