দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে নিখিল চন্দ্র দেবনাথ (৮০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের বাসিন্দা।

Advertisement

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে মমেক করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

Advertisement

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম