দেশজুড়ে

না.গঞ্জে কাগজের ঠোঙায় ইট ভরে প্রতারণা

নারায়ণগঞ্জের শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় অভিনব কায়দায় ঠোঙায় ইট ভরে প্রতারণার মাধ্যমে এক যুবকের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওই ঘটনার পর চাষাঢ়া বাগে জান্নাত মহল্লা এলাকা থেকে প্রতারক যুবক রাসেলকে আটক করে পুলিশে দিয়েছে প্রতারণার শিকার ওই যুবক ও এলাকাবাসী। আটক রাসেল শহরের চাঁদমারী মাউরাপট্টি এলাকার হিমেলের বাড়ির ভাড়াটিয়া ইসমাইলের ছেলে। প্রতারণার শিকার মোখলেছুর রহমান জাগো নিউজকে জানান, তিনি রাজধানী ঢাকার মুগদা এলাকার দুলাল মিয়ার ছেলে। শনিবার তিনি ট্রেনযোগে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে এসে নামেন। তার এক চাচা ফতুল্লার পঞ্চবটি এলাকায় থাকেন। তার বাবা তার চাচাকে ঋণের ১০ হাজার টাকা ফেরত দিতে পাঠান। তিনি ট্রেন থেকে নেমে বেবিট্যাক্সিতে ওঠার সময় প্রতারকচক্রের রাসেল তাকে বলেন তিনি খুব বিপদে পড়েছেন। তাকে সাহায্য করতে। এসময় রাসেল একটি কাগজের ঠোঙা হাতে ধরিয়ে দিলে তিনি কিছু সময়ের জন্য বোধশক্তি হারিয়ে ফেলেন। এসময় প্রতারকচক্র তার কাছে থানা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল হাতিয়ে নেন। কিছুক্ষণ পরে তার বোধশক্তি ফিরে পেলে তিনি দেখতে পান তার হাতে থাকা ঠোঙার মধ্যে ইট রয়েছে। পরে তিনি প্রতারকচক্রের রাসেলকে খুঁজতে খুঁজতে চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে এসে দেখতে পান রাসেল দাঁড়িয়ে আছেন। এসময় তিনি রাসেলকে চোর আখ্যা দিলে রাসেল দৌড়াতে থাকে। রাসেলের পিছু নেন স্থানীয় লোকজনও। এসময় রাসেলও চোর চোর বলে দৌড়াতে থাকে। পরে তারা রাসেলকে চাষাঢ়া বাগে জান্নাত এলাকা থেকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হামিদ এর সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  মো.শাহাদাত হোসেন/এমজেড/এমএস

Advertisement