ফিচার

রাশিফল : ২৭ ডিসেম্বর ২০১৫

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)একদিকে ব্যবসা-বাণিজ্যে মন্দা অপরদিকে খরচের দুর্দান্ত চাপ সব মিলিয়ে মড়ার উপর খাঁড়ার ঘাঁ হয়ে থাকবে। উত্কট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন প্রসন্ন হয়ে থাকবে। শত্রু পক্ষ আপনাকে ঘায়েল করার চেষ্টায় ব্যর্থ হয়ে তারা নিজেরাই ঘায়েল হবে।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)কর্মের সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে। সম্পত্তি সংক্রান্ত ও পারিবারিক ঝামেলা কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে।মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)চতুর্দিক থেকে শুভফলের প্রাপ্তি ঘটায় মনে আনন্দের পসরা সাজবে। হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হয়ে পড়বে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।বৃষ(২১ এপ্রিল-২০ মে)কর্মক্ষেত্রে প্রচেষ্টা আর পরিশ্রমের পূর্ণফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম বৃদ্ধি পাবে।মিথুন (২১ মে-২০ জুন)নিত্যনতুন সুযোগ বাস্তবায়ন হতে থাকায় মন আনন্দে নাচবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন।কর্কট(২১ জুন-২০ জুলাই)বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নস্বাধ পূরণ হবে। সন্তানদের আচরণে মনোকষ্ট তীব্রতর হবে।সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)বাণিজ্যিক সফর ও বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হওয়ায় দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠবে তথা জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন।কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। কর্ম অর্থ ও মোক্ষ সুনাম বৃদ্ধি পাবে। যানবাহন মেরামতে শ্রম-অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে।আরএস/এমএস

Advertisement