দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে রাজশাহীর একজন ও চুয়াডাঙ্গার একজন মারা গেছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৪৩ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র একজনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম