খেলাধুলা

এবারের বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ভারতের

সেমির আশা বাঁচিয়ে রাখতে বড় জয়ের বিকল্প নেই ভারতের। অর্ধেক কাজ সেরে রাখলেন দলটির ব্যাটসম্যানরা।

Advertisement

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে রোহিত শর্মা আর লোকেশ রাহুলের বিধ্বংসী এক জুটিতে ভর করে ২ উইকেটে ২১০ রানের পাহাড় গড়েছে ভারত। এটি চলতি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত-রাহুল। চার-ছক্কায় মাঠ গরম করতে থাকেন তারা। পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তোলে ভারত।

রানের সেই চাকা দ্রুতগতিতে চলেছে পরেও। ৩৭ বলে হাফসেঞ্চুরি তুলে নেন রোহিত, রাহুলের ফিফটি করতে লাগে আরও দুই বল কম।

৮৯ বলে ১৪০ রানের ভয়ংকর সেই ওপেনিং জুটিটি অবশেষে ভাঙে ইনিংসের ১৫তম ওভারে। করিম জানাতকে শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে মোহাম্মদ নবির সহজ ক্যাচ হন রোহিত। ৪৭ বলে গড়া ভারতীয় ওপেনারের ৭৪ রানের ইনিংসে ছিল ৮ বাউন্ডারি আর ৩ ছক্কার মার।

Advertisement

এক ওভার পর আরেক ওপেনার লোকেশ রাহুলও সাজঘরে ফেরেন। ৪৮ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৯ রান করে গুলবাদিন নাইবকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার।

তবে বাকি সময়টায় তাণ্ডব অব্যাহত রাখেন রিশাভ পান্ত আর হার্দিক পান্ডিয়া। ২১ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পান্ডিয়া ১৩ বলে ৩৫ আর পান্ত ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

এমএমআর/জিকেএস

Advertisement