রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও পাঁচ লাখ ৯৭ হাজার ৪৯৯ জন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৩৩ লাখ নয় হাজার ৮৯৯ জন।
Advertisement
বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টরের (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহীতদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৭৫২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ১০ হাজার ৭৪৭ জন।
প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ২৩৭ হাজার ৪৮৩ জন এবং নারী এক লাখ ৪৯ হাজার ২৬৯ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৫৪ হাজার ৪৭০ জন এবং নারী এক লাখ ৫৬ হাজার ২৭৭ জন।
Advertisement
এছাড়া দেশে সর্বমোট টিকাগ্রহীতা সাত কোটি ৩৩ লাখ নয় হাজার ৮৯৯ জনের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৩১ লাখ এক হাজার ১৯৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি দুই লাখ আট হাজার ৭০০ জন।
টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৪৭৩ জন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন আট লাখ ৮৭ হাজার ৫০২ জন।
এমইউ/এএএইচ/জিকেএস
Advertisement