রাজনীতি

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সরকারের নির্যাতনের প্রতিবাদ : দুলু

ভোট ধানের শীষেই দেবো, গুনে নিতে পারবেন তো? আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর এলাকায় ভোট চাইতে গিয়ে এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু সংশয়পূর্ণ বক্তব্য প্রদান করেছেন।শনিবার বিকেলে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার পথসভায় পৌরবাসীর কাছে ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেলের জন্য ভোট চাইতে গিয়ে তিনি এ বক্তব্য প্রদান করেন।তিনি বলেন, এবারেও দলীয় প্রতীকে নির্বাচন করার পিছনে এমন উদ্দেশ্য আছে। আপনারা সজাগ থাকবেন। পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বর্তমান সরকারের নির্যাতন নিপীড়নের প্রতিবাদ ও প্রতিরোধের অংশ। তিনি পৌরবাসীকে ধানের শীষে ভোট দিয়ে বর্তমান সরকারের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটানোর জন্য আবেদন জানান।এ সময় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, অ্যাডভোকেট আব্দুল ফাত্তাহ, পৌর বিএনপির সদস্য সচিব মোর্শেদ আলম শ্যামল প্রমুখ। পরে তিনি পাটগ্রাম পৌর এলাকার মির্জার কোর্ট এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন।রবিউল হাসান/বিএ

Advertisement