চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক মমতাজ মিয়াকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
তিনি বলেন, ‘ভবনটির মালিক মমতাজ মিয়াকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
পুলিশ জানিয়েছে, গত ১ নভেম্বর দিনগত রাত ১২টার দিকে আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকায় মরিয়ম ভিলা নামে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়।
Advertisement
তারা হলেন—সাজেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)।
তাদের মধ্যে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়। বাকিরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ভুক্তভোগী পরিবারের অভিভাবক জামাল শেখের অভিযোগ করেছেন, বেশ কয়েকদিন ধরে তিনি ভবনের ইনচার্জকে বাসায় গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়ে আসছিলেন। ইনচার্জ বিষয়টি ভবন মালিককে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। একপর্যায়ে সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর জামাল শেখ বাদী হয়ে আকবরশাহ থানায় ভবনের মালিক মমতাজ মিয়া ও ইনচার্জ বখতেয়ারকে আসামি একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে বখতেয়ার পলাতক রয়েছেন।
Advertisement
এর আগে গত বছরের ৯ নভেম্বর একই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতেও তিনজন নিহত হয়েছিলেন।
মিজানুর রহমান/এএএইচ/জিকেএস