বৈদ্যুতিক যান এবং ক্লিন এনার্জি ভিত্তিক পণ্য নির্মাতা সংস্থা টেসলা। এবার সবার জন্য উন্মুক্ত করলো তাদের সুপারচার্জার নেটওয়ার্ক। অন্য কোম্পানির বৈদ্যুতিক গাড়িগুলো এখন থেকে এই সুবিধা পাবে। এ সপ্তাহে শুধু নেদারল্যান্ডসেই এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
Advertisement
ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা মূলত ইলেকট্রিক গাড়িকে প্রথম সারিতে আনতেই এ উদ্যোগ নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, পরীক্ষামূলক প্রোগ্রামটি নেদারল্যান্ডসের ১০টি স্থানে পরীক্ষা করা হবে। টেসলা কোম্পানির নয়, এমন গাড়ির চালকরা টেসলা অ্যাপের মাধ্যমে টেসলা স্টেশনে কিংবা সুপারচার্জারে অ্যাক্সেস নিতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়, টেসলা চালকরাও ওইসব স্টেশন ব্যবহার করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে প্রতি জায়গার তদারকি করা হবে। টেসলা বর্তমানে বিশ্বে অন্তত ২৫ হাজার সুপারচার্জার পরিচালনা করে থাকে। অপরদিকে, নতুন ইলেকট্রিক গাড়ির চাহিদা দেখে অন্য গাড়ি নির্মাতারা জোট গড়ে তুলেছেন অথবা নেটওয়ার্ক আছে এমন স্টার্টআপে বিনিয়োগ করেছেন।
Advertisement
প্রাথমিকভাবে নেদারল্যান্ডসে ১০টি সুপারচার্জার স্টেশন উন্মুক্ত করেছে টেসলা। পরীক্ষামূলকভাবে চার্জার নেটওয়ার্কিং সেবা চালু করার জন্য নেদারল্যান্ডসকে বেছে নেওয়ার ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন টেসলার সিইও এলন মাস্ক। এরইমধ্যে টেসলা নরওয়েতে নেটওয়ার্ক খোলারও প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র: দ্য ভার্জ
কেএসকে/জেআইএম
Advertisement