দেশজুড়ে

নড়াইলে ছেলের ফাঁসি, মাসহ দুজনের যাবজ্জীবন

নড়াইলে প্রতিবেশী হালিমা বেগম নামের এক নারী হত্যায় ছেলের ফাঁসি ও মাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান।

Advertisement

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল হক জানান, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয়দের জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা মোমেনা বেগম হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। বাগবিতণ্ডার একপর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন।

এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল-লাথিসহ মারধর করেন। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস

Advertisement