লাইফস্টাইল

হাঁচির সময় নাক-মুখ চেপে ধরলেই বিপদ!

হাঁচির সময় সবাই কমবেশি নাক-মুখ ঢেকে ফেলেন। যদিও হঠাৎ করেই হাঁচি পায় সবার। তাই কারও সামনে হাঁচি পেলে বেশ অস্বস্তিকর বোধ হয় সবারই।

Advertisement

অনেকেই হাঁচির সময় আঙুল দিয়ে নাক চেপে ধরেন আবার কেউ হাত দিয়ে মুখ বন্ধ করেন। তবে এমন করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন।

যদিও হাঁচি বা কাশির সময়ে নাক-মুখ ঢেকে নিতে বলা হয়। তবে নাক-মুখ ঢেকে নেওয়ার মানে এই নয় যে পুরোপুরি চেপে ধরবেন। এমনটি করলে বিপদ বাড়তে পারে।

চিকিৎসকদের মতে, হাঁচির সময় মুখের ভেতরে বাতাস প্রায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছোটে। এ সময়ে নাক-মুখ চেপে ধরলে ওই বাতাস গিয়ে ধাক্কা মারে কানের পর্দায়।

Advertisement

এর ফলে মুহূর্তেই কানের পর্দা ফেটে যেতে পারে। শুধু তাই নয়, অনেকের খাদ্যনালী ও ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয় এর ফলে।

গবেষণায় দেখা গেছে, হাঁচি ধরে রাখার ফলে সৃষ্ট চাপে মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে যেতে পারে। এটি প্রাণঘাতী হতে পারে। হাঁচির গতিবেগের আঘাতে মস্তিষ্কে রক্তপাত হতে পারে।

তাই কখনও হাঁচির সময় নাক ও মুখ পুরোপুরি বন্ধ করবেন না। রুমাল দিয়ে যদি হালকাভাবে নাক-মুখ ঢেকে রাখেন তাহলে ভয় নেই। এতে মুখের ভেতরের জীবাণুও বাইরে ছড়ায় না।

সূত্র: হেলথলাইন

Advertisement

জেএমএস/এমএস