দেশজুড়ে

বরিশালে জাপা নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুণীল শুভ রায় জানান, পার্টি চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা বলে অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। তিনি শুধু জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে বহাল থাকবেন। উল্লেখ্য, বরিশাল জাপার অন্তদ্বন্দ্বের জের ধরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে গত ২৯ অক্টোবর জাপা থেকে অব্যহতি প্রদান করা হয়েছিল। ১৯৮৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে জাপার সঙ্গে জড়িত নগরীর পরিচিত মুখ ও শিক্ষক নেতা অধ্যক্ষ মহসিন হাবুলের বহিষ্কারাদেশ নিয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছিল।সাইফ আমীন/এমএএস/আরআইপি

Advertisement