আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ নভেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহত ১৯আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে গুলির পর জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি স্পষ্ট করে জানাননি তিনি।

২০৩০ সালের মধ্যে বনভূমি ধ্বংসের ইতি টানবে শতাধিক দেশ২০৩০ সালের মধ্যে বনভূমি ধ্বংসের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছে শতাধিক দেশ। এবারের জলবায়ু সম্মেলন কপ২৬ এর এটাই প্রথম কোনো বড় সমঝোতা। প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর মধ্যে ব্রাজিলও রয়েছে।

Advertisement

লাতিন আমেরিকার এই দেশটি এরই মধ্যে আমাজন বনের বড় একটি অংশের গাছ কেটে সাফ করে ফেলেছে। বিশ্বের বনভূমি রক্ষায় সরকারি ও বেসরকারিভাবে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারের তহবিল যোগানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

ফাইজারের সঙ্গে চুক্তি করলেই সরবরাহ বাড়বে দ্বিগুণের বেশিআগামী বছর প্রায় তিন হাজার কোটি ডলারের করোনারোধী টিকা বিক্রির আশা করছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। কিছু দেশের সঙ্গে নতুন চুক্তি হলে বিক্রি আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

ফাইজার জানিয়েছে, ২০২২ সালে তাদের বার্ষিক টিকা উৎপাদন সক্ষমতা ৪০০ কোটি ডোজে পৌঁছালেও সেসময় মাত্র ১৭০ কোটি ডোজ করোনা টিকা বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, নতুন চুক্তি হলেই আগামী বছর তারা আরও বেশি টিকা সরবরাহ করতে পারবে।

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৬, চলছে উদ্ধার কাজনাইজেরিয়ার লাগোসে বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন একশর মতো মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার ( ২ নভেম্বর) দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement

জানা গেছে, ভবন ধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে চারজনকে।

উপ-নির্বাচনে চারে চার তৃণমূল, ভরাডুবি বিজেপিরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরাজিত হলেও গত বিধানসভা নির্বাচনে সবাইকে পেছনে ফেলে বড় জয় পেয়েছিল তার দল তৃণমূল কংগ্রেস। সেবার বিজেপি দ্বিতীয় অবস্থানে থাকলেও সিপিএম-কংগ্রেসসহ অন্যান্য দল পশ্চিমবঙ্গ বিধানসভায় অস্তিত্ব সংকটে পড়ে। এমনকি দীর্ঘ ৩৪ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্টও বড় ধাক্কা খায়। সে নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে হওয়া ভোটে তৃণমূল কংগ্রেস ২১৪টি, বিজেপি ৭৭টি এবং সিপিআইএম-এর সহযোগী সংযুক্ত মোর্চা একটি আসনে জয় পায়।

এরইমধ্যে বিজেপি থেকে অনেক এমএলএ তৃণমূলে যোগ দিয়েছেন। সেই বিধানসভা ভোটের ছয় মাস পর উপ-নির্বাচনে বিজেপির জেতা আসনগুলোও এবার নিজেদের করে নিলো তৃণমূল কংগ্রেস। ২৯৪টি আসনের মধ্যে এখন তৃণমূলের দখলে ২২৪টি, অর্থাৎ তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২৪ জন এবং বিজেপির ৭টি আসন কমে নেমেছে ৭০টিতে।

আফগান নাগরিকসহ কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে ‘উদ্ধার’ করলো তুরস্কআফগানিস্তান-সিরিয়ায় চলমান অস্থিতিশীলতার মধ্যে দুদিনে চার শতাধিক অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রত্যাশীকে ‘উদ্ধার’ করেছে তুরস্ক। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, গত সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার তুরস্কের বিভিন্ন অঞ্চল থেকে ১৬৪ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশী ও গ্রিসের ‘অবৈধ’ পুশব্যাকের পর এজিয়ান সাগর থেকে ২৫৮ আশ্রয়প্রত্যাশীকে উদ্ধার করেছে তুর্কি বাহিনী।

খবরে বলা হয়েছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় আরদাহান প্রদেশে একটি চেকপয়েন্টে তিনটি গাড়ি থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে তুর্কি নিরাপত্তা বাহিনী। এসময় মানবপাচারে জড়িত সন্দেহে তিন গাড়িচালককে গ্রেফতার করা হয়। উদ্ধার অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন কার্যালয়ে পাঠানো হয়েছে।

বাহরাইনে ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য টিকার অনুমোদনউপসাগরীয় দেশ বাহরাইন পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনা প্রতিরোধী ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানায়।

একটি গবেষণায় ফাইজারের টিকার ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতার প্রমাণ মেলায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। ওই গবেষণাটি পাঁচ থেকে ১১ বছর বয়সী তিন হাজার একশ শিশুর ওপর পরিচালিত হয়। দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বরাত দিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গণতন্ত্রকামী নেতার মাকে তুলে নিয়ে গেলো মিয়ানমার সেনারামিয়ানমারে অভ্যুত্থানবিরোধী এক নেতাকে না পেয়ে তার মাকে তুলে নিয়ে গেছে জান্তা বাহিনী। ধরতে না পেরে পুড়িয়ে দেওয়া হয়েছে আরেক নেতার বাড়ি। সোমবার (১ নভেম্বর) রাতে দেশটির তানিনথারি অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি।

মঙ্গলবার (২ নভেম্বর) ডেমোক্র্যাসি মুভমেন্ট স্ট্রাইক কমিটি দাউয়েই নামে স্থানীয় একটি জান্তাবিরোধী সংগঠনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাউয়েই এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় গত মার্চে তাদের দুই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জান্তা সরকার।

জলবায়ু পরিবর্তনই দাবানলের প্রধান কারণ: গবেষণাপশ্চিম যুক্তরাষ্ট্রে নিয়মিত ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিরবর্তনই দায়ী। মনুষ্য কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে নজিরবিহীন বন পুড়ে ছাই হচ্ছে। সোমবার (১ নভেম্বর) প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দাবানলের কারণে ২০০১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বছরে গড়ে ১৩ হাজার ৫শ বর্গ কিলোমিটার ধ্বংস হয়েছে। যা ১৯৮৪ থেকে ২০০০ সালের চেয়ে দ্বিগুণ।

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদিবিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে বিমান ভ্রমণের সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাদুঘরটি আলউলার রয়্যাল কমিশন ও সৌদিয়া বিমানের একটি যৌথ প্রকল্প। এতে আলউলায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলো প্রদর্শন করা হবে।

কেএএ/জিকেএস