টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের কথা। তখনই বিশ্বকাপের পরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। পরে বিশ্বকাপে ভারত পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কোহলির অধিনায়কত্ব নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা।
Advertisement
গুঞ্জন শোনা যাচ্ছে, শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডের অধিনায়কত্বও চলে যেতে পারে কোহলির। বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ভারতের। তিন টোয়েন্টি ও দুটি টেস্টের সিরিজ শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
কিউইদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে শিগগিরই দল গঠনে মনোযোগী হবেন বিসিসিআই নির্বাচকরা। এবার ওয়ানডে সিরিজ না হলেও ওয়ানডেতে কোহলির অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। কোহলির ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এর আগেও পিটিআই এক প্রতিবেদন করেছিল। সংবাদ সংস্থাটি সেখানে বলেছিল, যদি ভারত এবার বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, সীমিত ওভারে কোহলির অধিনায়কত্ব শঙ্কায় পড়ে যাবে।
Advertisement
এসএএস/এমএস