দেশজুড়ে

নিহত যুবকই বোমা হামলাকারী

রাজশাহী বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া আহমেদিয়া মসজিদে নিহত যুবকই বোমা হামলাকারী বলে জানিয়েছেন রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক। শনিবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, নিহতের ময়নাতদন্তের সময় তার লিভারের ভেতর থেকে চারটি স্পিন্টার বের করা হয়েছে। বোমাটি তার শরীরের বাম দিকে থাকায় বিস্ফোরণের পর শরীরের বাম দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেছিলেন, শনিবারের মধ্যে নিহত যুবকের পরিচয় পাওয়া না গেলে রোববার নিহত যুবকের মরদেহ দাফন করার জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে।   অপরদিকে, ঘটনার পর র্যাব-৫ এর সদস্যরা মচমইল সৈয়দপুর এলাকার থেকে শহীদুল ও আশরাফ নামে দুই ব্যক্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বর্তমানে তাদের র্যাব সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া আহমেদিয়া জামে মসজিদে আত্মঘাতী বোমায় মারা যান হামলাকারী। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

Advertisement