দেশজুড়ে

বাবুরহাট বাজারে আগুনে পুড়লো ৩০ দোকান

নরসিংদীর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে ৫টার দিকে বাজারের একটি শাড়ির দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

Advertisement

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ছিলো দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাট। বিকেলে বাজারের একটি শাড়ির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদীসহ আশপাশেরে স্টেশন থেকে আটটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, দোকানে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিছ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি শেডের ৩০ দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Advertisement

সঞ্জিত সাহা/আরএইচ/এমএস