দেশজুড়ে

ইভিএমে শান্তি রানির শান্তির ভোট

 

সময় সকাল ১০টা। লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঠি হাতে হাজির অশীতিপর শান্তি রানি। জীবনের শেষ সময়ে ইভিএমের (ইলেকট্রিক ভোটিং মেশিন) মাধ্যমে শান্তির ভোট দিয়েছেন শান্তি রানি। একই কেন্দ্রে ছেলের হাতে ভর দিয়ে ৯৬ বছর বয়সী ধলি বেগমও ভোট দেন।

Advertisement

সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় এবার প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৯৪৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৭৫৬ জন পুরুষ এবং ১০ হাজার ১৯১ নারী ভোটার।

Advertisement

সরেজমিনে উপজেলার লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, বয়সের ভারে নুইয়ে পড়া অশীতিপর শান্তি রানী লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। এছাড়া ওই কেন্দ্রে ৯৬ বছর বয়সী ধলি বেগম এসেছেন ছেলের হাতে ভর দিয়ে।

জানতে চাইলে অশীতিপর শান্তি রানি বলেন, জীবনের শেষ সময়ে এসে মেশিনে ভোট দিতে পেরে খুবই খুশি লাগছে। এরকম মেশিনে কোনো দিন ভোট দিইনি।

ধলি বেগম বলেন, হাঁটতে পারি না, তারপরও ভোট দিতে এসেছি। শেষ সময়ে আর কপালে ভোট জুটবে কিনা জানি না। এটাই শেষ ভোট হতে পারে। তাই ছেলের হাত ধরে ভোট দিতে এসেছি।

ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বলেন, কেন্দ্রটিতে এবার ভোটার সংখ্যা ১ হাজার ৯৭৬ জন। লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। কোনো সমস্যা হয়নি।

Advertisement

এফএ/এমএস