রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। তার পরনে সাদা টি-শার্ট ও চেক লুঙ্গি ছিল।
Advertisement
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে স্টেশনের উত্তর পাশের তিন নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি—সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ মারা গেছেন। পরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Advertisement
আলী আকবর বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে, তারা এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পারবেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও চেক লুঙ্গি।
এইচএ/এমএস