অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের পর্যালোচনা এবং অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও অসঙ্গতি দূরীকরণের দাবিতে রোববার সংবাদ সম্মেলন করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল ১১টায় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।শনিবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয় একই সময়ে পৃথকভাবে এ সংবাদ সম্মেলন করবে।ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবন মিলনায়তনে অষ্টম জাতীয় বেতন-কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি সমূহের প্রতিফলন না হওয়ায় এক জরুরি সাধারণ সভায় সংবাদ ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এমএইচ/এসকেডি/আরআইপি
Advertisement