যত বাধা এবং নির্যাতন করা হোক বিএনপি নির্বাচনী মাঠ ছাড়বে না। গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় ও নানাভাবে হয়রানি করা হচ্ছে। শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে চৌরাস্তার মোড়ে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, নির্বাচনী প্রচারণার মাঠে যাতে নেতাকর্মীরা থাকতে না পারেন সেইজন্য তাদের নানাভাবে ভয়-ভীতি এবং হয়রানি করা হচ্ছে। ফলে অধিকাংশ বিএনপি প্রার্থী মাঠে কাজ করতে পারছে না। আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী করে আনার অপকৌশল হিসেবে এটা করা হচ্ছে। পথসভায় গোবিন্দগঞ্জ নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী মো. ফারুক আহমেদ মামলাজনিত কারণে উপস্থিত থাকতে না পারায় তার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা বক্তব্য রাখেন। এ সময় তিনি ভোটারদের কাছে তার স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করেন। অমিত দাশ/এআরএ/আরআইপি
Advertisement