খেলাধুলা

প্রথম দিনেই অসিদের নিয়ন্ত্রনে মেলবোর্ন টেস্ট

প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় টেস্টে জয়ের কোন বিকল্প নেই; কিন্তু দেখা যাচ্ছে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে চলে গেলো ওয়েস্ট ইন্ডিজ। জো বার্নস আর উসমান খাজার সেঞ্চুরিতে প্রথম দিনই রানের বন্যা বইয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান। সেঞ্চুরি করলেও অবশ্য আউট হয়ে গেছে অসি টপঅর্ডারের এই দুই ব্যাটসম্যান। ওপেনার জো বার্নস আউট হয়েছেন ১২৮ রান করে। ১৪৪ রান করেছেন তিন নাম্বারে ব্যাট করতে নামা উসমান খাজা। দিন শেষে অপরাজিত রয়েছেন ৩২ রানে স্টিভেন স্মিথ আর ১০ রানে অ্যাডাম ভোজেস।বক্সিং ডে টেস্ট মানেই আলাদা একটা আমেজ, আলাদা উত্তেজনা। তবে উত্তেজনার মাত্রাটা স্বাভাবিকভাবেই এবার কম। কারণ, সেই ক্যালিপসো সুরের ওয়েস্ট ইন্ডিজ এখন আর নেই। যে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়া মানে ক্রিকেটের সবচেয়ে হ্যাভিওয়েট লড়াই, সেটা তো এখন আর মোটেও খুঁজে পাওয়া যাবে না। নীচে নামতে নামতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট এখন তলানীতে। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বক্সিং ডে টেস্ট মানে এখন আর আলাদাকরে সেই উত্তেজনার আমেজ পাওয়া দুষ্কর। তবুও বড়দিনের পরদিন অসি-ক্যারিবীয় লড়াই দেখতে প্রচুর পরিমানে দর্শক হাজির হয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সকালেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। ভাবনা ছিল, সকালের শিশির ভেজা উইকেটে যদি ঝড় তোলা যায়। অধিনায়কের সিদ্ধান্তকে ভালোভাবেই স্বাগত জানিয়েছিলেন জেরোমে টেলর। অসিদের দলীয় ২৯ রানের মাথায়ই তুলে নেন ডেভিড ওয়ার্নারের উইকেট। ১২ বলে ২৩ রান করে মারলন স্যামুয়েলসের হাতে ওয়ার্নারকে ক্যাচ দিতে বাধ্য করেন টেলর।ক্যারিবীয়দের আনন্দ ওই পর্যন্তই সীমাবদ্ধ। এরপর জো বার্নস আর উসমান খাজায় নাভিশ্বাস ওঠে ক্যারিবীয় বোলারদের। ২৫৮ রানের জুটি গড়েন তারা দু’জন। ৬৯.১ ওভার ব্যাট করার পর শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হলেন এই দুই ব্যাটসম্যান। এ সময় আঘাতটা হানতে সক্ষম হন ক্রেইগ ব্রাফেট। ২৩০ বলে ১২৮ রান করে আউট হন জো বার্নস। ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। ২৮৭ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর উসমান খাজাও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। ২৭৭ বলে ১৪৪ রান করে আউট হয়ে যান উসমান। ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। টেলরের বলে উইকেটের পেছনে দিনেশ রামদিনের হাতে ক্যাচ দেন তিনি। ৩২৮ রানে তৃতীয় উইকেট পড়ার পর দিনের বাকি সময়টা অবশ্য ভালোভাবেই শেষ করতে পেরেছে অসিরা। আইএইচএস/আরআইপি

Advertisement