খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জয়ই নেই বাংলাদেশের

সেমিফাইনাল স্বপ্ন বলতে গেলে শেষ। কাগজে-কলমের কিছু হিসাব বাকি আছে। তবে বাস্তববাদীরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় দেখে ফেলেছে।

Advertisement

সেই হিসাবে, বাংলাদেশের শেষ দুটি ম্যাচ এখন আনুষ্ঠানিকতা সারা মাত্র। আর সেই আনুষ্ঠানিকতার প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। যে দলটির বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে কখনও জেতেনি বাংলাদেশ।

সুপার টুয়েলভে এই ম্যাচটি মাঠে গড়ানোর আগে চলুন দল দুটির মধ্যে জয়-পরাজয়ের হিসাবসহ আরও কিছু পরিসংখ্যান একনজরে দেখে নেয়া যাক:

মোট ম্যাচ ৬বাংলাদেশের জয় ০ দক্ষিণ আফ্রিকার জয় ৬ ফলহীন ০

Advertisement

সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশ: ১৭৫/৯, ব্লোয়েমফন্টেইন ২০১৭ দক্ষিণ আফ্রিকা: ২২৪/৪, পচেফস্ট্রুম ২০১৭

সর্বনিম্ন দলীয় সংগ্রহ বাংলাদেশ: ৯৬, মিরপুর ২০১৫ দক্ষিণ আফ্রিকা: ১৪৮/৪, মিরপুর ২০১৫

সর্বোচ্চ ব্যক্তিগত রান বাংলাদেশ: ১৩৫, সৌম্য সরকার দক্ষিণ আফ্রিকা: ১৬১, এবি ডি ভিলিয়ার্স

ব্যক্তিগত সেরা ইনিংসবাংলাদেশ: ৪৭, সৌম্য সরকার দক্ষিণ আফ্রিকা: ১০১*, ডেভিড মিলার

Advertisement

সর্বোচ্চ উইকেটবাংলাদেশ: ৭, সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা: ৭, অ্যারন ফাঙ্গিসো

সেরা বোলিং ফিগার বাংলাদেশ: ৪/১৬, আব্দুর রাজ্জাক দক্ষিণ আফ্রিকা: ৩/১৬, এডি লেই

এসএস/জেআইএম