দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে করোনায় একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে নাটোরের একজন মারা গেছেন।

এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। সন্দেহজনক রোগী আছেন ৩৪ জন, করোনা আক্রান্ত সাত জন ও উপসর্গে ভর্তি আছেন ৯ জন।

Advertisement

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৮৯ জনের নমুনা পরীক্ষায় দু’জন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফএ/জেআইএম