দেশজুড়ে

মায়ের কোল ফিরে পেল ছোট্ট আরিয়ান

পারিবারিক কলহের জেরে দেড় বছর বয়সী শিশুকে আটকে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন স্বামী। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

Advertisement

সোমবার (১ নভেম্বর) বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কিশামত বানু নালারপার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশামত বানু নালারপার গ্রামের জাবিউল ইসলামের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আখি বেগমের (২১)। তাদের সংসারে দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।

২৪ অক্টোবর সকালে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে জাবিউল ইসলাম স্ত্রী আখি বেগমকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় দেড় বছর বয়সী সন্তান আরিয়ানকে তার কাছে আটকে রাখেন।

Advertisement

নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে যান আখি। পরবর্তীতে চেষ্টা করেও দুধের সন্তানকে উদ্ধার করতে না পেরে সোমবার (১ নভেম্বর) রাতে চিলমারী থানায় এসে ঘটনা জানান তিনি। তাৎক্ষণিক চিলমারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাবিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ওই নারী থানায় এসে বিষয়টি জানায়। পরে আমরা রাতেই শিশুটিকে উদ্ধার করে শিশুটির নানা আমিনুল ইসলামের উপস্থিতিতে তার মায়ের কোলে ফিরিয়ে দিই।

মাসুদ রানা/এফএ/জেআইএম

Advertisement