ক্যাম্পাস

জাবিতে ভূগোল মেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভূগোল সমিতির (জুগা) আয়োজনে ভূগোল ও পরিবেশ বিভাগে ভূগোল মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পরিবেশের ভারসাম্য রক্ষায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলা অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ১০টায় ভূগোল ও পরিবেশ বিভাগে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগের সভাপতি প্রফেসর সাজেদ আশরাফ করিম।জাবি ভূগোল সমিতির (জুগা) আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক বিবি হাফসার তত্ত্বাবধায়নে প্রতি বছরের ন্যায় এ বছরও এ মেলা আয়োজন করা হয় যেখানে উক্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা ভূগোল ও পরিবেশ বিষয়ক বিভিন্ন মডেল উপস্থাপন করে।এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড এ জে ম শোয়েব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড শাহেদুর রশিদ, অধ্যাপক ড শেখ তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ,সহ বিভাগের প্রভাষক রেজাউল রনি, মেহেদি ইকবাল, আনারুল হক মন্ডল, আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।অধ্যাপক সাজেদ আশরাফ করিম বলেন, প্রত্যেক বছরই আমাদের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করে থাকে আমরা আশা করি আমাদের সীমিত চেষ্টা দিয়ে হলেও সর্বাত্মকভাবে চারপাশের পরিবেশকে রক্ষা করব’।দেশের প্রখ্যাত পরিবেশবিদ, প্রফেসর ড শেখ তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের অজান্তেই আমরা পতিনিয়ত আমাদের চারপাশের পরিবেশকে ধ্বংস করছি আর এভাবে চলতে থাকলে একসময় আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। আর তা রক্ষা করা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের এ আয়োজন অত্যন্ত ফলপ্রসূ বলে আমি মনে করি এবং এধরনের কর্মসূচী আরও বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি’।পরিবেশ রক্ষা বিষয়ক বিভিন্ন মডেল উপস্থাপনকারীদের মধ্য থেকে বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম খান বলেন, আমাদের এই ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে আমরা যা অর্জন করছি তা দিয়ে বাংলাদেশকে আমরা বহির্বিশ্বে পরিবেশবিষয়ক মডেল হিসেবে তুলে ধরতে চাই’।উল্লেখ্য, মেলায় শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশ বিষয়ক বিভিন্ন শিরোনামে ১০টি মডেল প্রদর্শন করে।হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

Advertisement