ভাস্কর্য এমনই একটি স্থপনা যা স্মরণ করিয়ে দেয় সে দেশের সংস্কৃতি বা ঘটনাবহুল সময়ের কথা। আর এ কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ছোট-বড় অসংখ্য ভাস্কর্য রয়েছে। কিন্তু এ সব ভাস্কর্যের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাস্কর্য কোনটি?লন্ডনভিত্তিক ভাস্কর জন্টি হুরিটজ তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ছোটো বা ক্ষুদ্র ভাস্কর্য। ভাস্কর্যটি এতোটাই ক্ষুদ্র যে আপনি চাইলেও খালি চোখে দেখতে পারবেন না। আপনাকে হুরিটজের কাজ দেখতে হলে সঙ্গে করে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে যেতে হবে। তবেই আপনি বিস্ময়ের সঙ্গে দেখতে পারবেন সেই ভাস্কর্যগুলো। আর এটা নিশ্চিত যে ভাস্কর্যগুলো দেখার পর আপনার চেনা ভাস্কর্যগুলো সম্পর্কে ধারণা কিছুটা হলেও পাল্টাবে।প্রায় ৮০,১০০ এবং ২০ মাইক্রন সাইজের অনেকগুলো ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করেছেন হুরিটজ। আর এই ভাস্কর্যগুলো তৈরি করার প্ল্যাটফর্ম হিসেবেও অদ্ভুত সব জিনিস বেছে নিয়েছেন তিনি। সূচের পেছনের যে সূক্ষ্ণ ছিদ্র থাকে সেখানে তিনি স্থাপন করেছেন একটি নৃত্যরত নারীর ভাস্কর্য, অথবা একটা মৃত পিপড়ার মাথায় একসঙ্গে বেশ কয়েকজন নগ্ন নারীর অবয়বের ভাস্কর্য। এমনকি একটি মাত্র চুলের উপরও তিনি ভাস্কর্য তৈরি করেছেন।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে হুরিটজ প্রকৌশলবিদ্যায় ডিগ্রি লাভ করেন। আর সেখান থেকেই তিনি মূলত বিজ্ঞানের সঙ্গে আর্টের সম্মিলন ঘটনোর চেষ্টা করেন। কিভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে সবার জন্য আর্টকে উপস্থাপন করা যায়, এই চিন্তাই শিল্পী হুরিটজকে উৎসাহী করে এরকম এক দুর্দান্ত কাজ করতে।
Advertisement