শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক। শনিবার ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজিম খান, পরিচালক, অডিট (চলতি দায়িত্ব) মাইনুল ইসলাম, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন ও এএইচএম লতিফ উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসআই/এএইচ/আরআইপি
Advertisement