বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীতে প্লট বরাদ্দ নীতিমালা-২০১০ সংশোধনের জন্য মতবিনিময় সভা হয়েছে।
Advertisement
সোমবার (১ নভেম্বর) বিসিক সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে এ সভা হয়। এতে অংশগ্রহণ করেন শিল্প-উদ্যোক্তা, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির প্রতিনিধি, বিসিক ঢাকা বিভাগের জেলা প্রধানগণ, শিল্পনগরী কর্মকর্তারা।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান (এনডিসির) সভাপতিত্বে এ সভা হয়। এতে আরও উপস্থিত ছিলেন- বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, বিসিকের সাবেক পরিচালক মো. খলিলুর রহমান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নীতিমালা সংশোধনের বিষয়ে মতামত প্রদান করেন।
Advertisement
এরই মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ফরিদপুরে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বিসিক শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের শিল্প উন্নয়ন ও সমন্বয় শাখা।
এনএইচ/জেডএইচ/এমএস