দেশজুড়ে

প্রচারণায় ব্যস্ত বরিশালে আ.লীগ-বিএনপি নেতাকর্মীরা

বরিশালে ছয়টি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা। দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান হারিছের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাড. বলরাম পোদ্দার। এ সময় গৌরনদীর উপজেলা চেয়ারম্যান মো. শাহআলম খান, ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, কুয়েত আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার সকাল থেকে দুপুর পর্যন্ত বাকেরগঞ্জ পৌরসভায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী মতিউর রহমান মোল্লার ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন।সরোয়ারের নেতৃত্বে জেলা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করে কলেজ রোড, বন্দরসহ প্রধান প্রধান সড়কে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। প্রচারনার সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় সরোয়ারের সঙ্গে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, পিরোজপুরের নেছারাবাদ পৌরসভায় দুপুরে ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালান বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement