খেলাধুলা

এএফসি কাপে কিংসের সঙ্গী আবাহনী

চলতি বছর এএফসি কাপে থেকেও খেলা হয়নি আবাহনী লিমিটেডের। করোনাভাইরাসের কারণে ভেন্যু সমস্যা তৈরি হওয়ায় আবাহনীকে বাদ দিয়েই এএফসি কাপ চালিয়ে যায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

Advertisement

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ রানার্সআপ হওয়ার কারণে আগামী বছর (২০২২ সালে) এএফসি কাপের প্লে-অফে খেলার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কিন্তু শেখ জামাল ক্লাব লাইসেন্সিং না করায় সুযোগ হারিয়েছে। ফলে তৃতীয় হয়েও খেলার সুযোগ পাচ্ছে আবাহনী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশনস ম্যানেজার মো. জাবের বিন তাহের আনসারী জাগো নিউজকে বলেছেন, ‘এবার দুটি ক্লাব এএফসি ক্লাব লাইসেন্সিং করেছে। একটি বসুন্ধরা কিংস, অন্যটি আবাহনী। যারা ক্লাব লাইসেন্সিং করেছে তাদের নাম আমরা রোববার পাঠিয়ে দিয়েছি এএফসিতে।’

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস সরাসরি গ্রুপ পর্বে খেলবে। আবাহনীকে খেলতে হবে প্লে-অফে।

Advertisement

আরআই/এসএএস/এমএস