রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যা দেড় বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু।
Advertisement
এর আগে গত বছরের ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ৫ মে আরও একজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একই বছরের ৪ এপ্রিল মৃত্যু বেড়ে হয় দুইজন। তখন থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। যা একসময় ২০০ ছাড়ায়।
এরপর চলতি বছরের ২৮ আগস্ট থেকে শ’য়ের নিচে নামে মৃত্যু। সবশেষ সোমবার (১ নভেম্বর) মৃত্যুর সংখ্যা কমে হলো দুইজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৮৭০ জন।
Advertisement
সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজনই নারী। এই দুজনই ঢাকা বিভাগের। তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এসময়ে বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৩৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।
Advertisement
এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
এমইউ/জেডএইচ/জিকেএস