বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ডটি তুরস্কের মেহমেত ওজিইউরেকের। ২০১০ সালে প্রথম গিনেস বুকে নাম লেখান ৭১ বছর বয়সী মেহমেত। তবে এখন পর্যন্ত লম্বা নাকের জীবিত ব্যক্তি তিনিই। তার নাকের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি।
Advertisement
ওজিইউরেকের নাকের দৈর্ঘ্য, জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড়। দিন দিন তা বেড়েই চলেছে। ১০ বছর আগে ৮ অক্টোবর তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি দেওয়া হয়। নতুন করে এখনো তার নাকের দৈর্ঘ্য মাপা হয়নি। তবে তার এই রেকর্ড এখনো কেউ ভাঙতেও পারেননি।
এর আগে ইতিহাসে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড ছিল থমাস ওয়েদারস নামে ইংল্যান্ডের এক বাসিন্দার। অষ্টাদশ শতাব্দীতে থমাসের নাক অস্বাভাবিকভাবে বেড়ে ১৯ সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তিনি ছিলেন একজন সার্কাস অভিনেতা। মাত্র ৫২ বছর বয়সে তিনি মারা যান।
২০১০ সালে থমাস ওয়েদারসের কাছ থেকে রেকর্ড হস্তান্তরিত হয়ে জীবিত ব্যক্তি হিসেবে ওজিইউরেকের নামে চলে আসে। তিনি গত এক দশক থেকে এই রেকর্ডটি ধরে রেখেছেন। তবে শিগগিরই হয়তো নিজের রেকর্ড নিজেই ভাঙবেন ওজিইউরেকের।
Advertisement
সূত্র: ইন্ডিয়া টাইমস
কেএসকে/জেআইএম