সাবমেরিন চুক্তি নিয়ে এখনও ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে টানাপোড়েন চলছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অভিযোগ করে বলেছেন, বিষয়টি নিয়ে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইতালির রোমে জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। খবর বিবিসির।
Advertisement
সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এমানুয়েল ম্যাক্রোঁ অভিযোগ করে বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’
যদিও ফরাসি প্রেসিডেন্টের এমন অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি নতুন একটি ত্রিদেশীয় জোট গড়ে তোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত চীনের প্রভাব মোকাবিলা করতেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে এ জোট গঠন করা হয়। নতুন এই জোটের নাম এইউকেইউএস। ওই জোটের কারণেই ক্ষিপ্ত ফ্রান্স। কেননা, এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।
Advertisement
এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন বিষয়ে একটি চুক্তি করেছিল ফ্রান্স। তাদের কয়েক হাজার কোটি ডলারের চুক্তি থাকার পরেও অস্ট্রেলিয়ার সঙ্গে অন্য দেশের এই চুক্তি ফ্রান্স মেনে নিতে পারছে না। তাছাড়া দুই দেশের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন চুক্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয় বলে অভিযোগ করে আসছে দেশটি।
এসএনআর/টিটিএন/এএসএম