সারাদেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষায় আক্রান্তের হার আরও কমলো। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমে নেমেছে ১ দশমিক ২২ শতাংশে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ১৬ শতাংশ।
Advertisement
আগের দিন শনিবার (৩০ অক্টোবর) নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। ওইদিন রোগী শনাক্তের মোট হার ছিল ১৫ দশমিক ১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে মোট নমুনা পরীক্ষা হলো এক কোটি তিন লাখ ৪৯ হাজার ৮৭০টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২১১ জন রোগী শনাক্ত হয়। দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন।
Advertisement
রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এদিকে রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
এমইউ/এমকেআর/জিকেএস
Advertisement