দেশজুড়ে

বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

বরিশালের মুলাদী পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আসাদ মাহমুদের প্রধান নির্বাচন সমন্বয়কারী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে পৌর শহরের রেইন্ট্রিতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।বরিশাল জেলা (উত্তর) বিএনপির দফতর সম্পাদক অ্যাড. নূরুল আলম রাজু অভিযোগ করে বলেন, বিএনপির মেয়র প্রার্থী আসাদ মাহমুদের পক্ষে পৌর শহরের রেইন্ট্রিতলা এলাকায় মেয়র প্রার্থীর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শরীয়াতুল্লাহসহ একদল নেতাকর্মী গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অনুসারী স্থানীয় যুব ও ছাত্রলীগের একদল কর্মী বিএনপি প্রার্থীর পক্ষের প্রচারণায় হামলা চালায়। হামলায় অধ্যাপক শরীয়াতুল্লাহ এবং বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন কবির আহত হন। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তার আগেই পালিয়ে যান যুব ও ছাত্রলীগের কর্মীরা। মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement