বাংলাদেশে ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা ৪ কোটি ৭৬ লাখ। যা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বার্ষিক জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে তরুণ-তরুণীর সংখ্যা ১৮০ কোটি। এদের সহজাত অধিকার ও মানবাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। এদের একটি বড় অংশ এখনো স্কুলে যায় না, একটি বড় অংশ এখনো বেকার। ১৮ বছর হওয়ার আগেই প্রতিদিন পৃথিবীতে ৩৯ হাজার বালিকার বিয়ে হয়।বাংলাদেশের এই তরুণ-তরুণীরাই ভবিষ্যৎনির্ধারণ করবে এবং নেতৃত্ব দেবে। এদের শিক্ষা ও সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউএনএফপিএর এ দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পপুলেশন কাউন্সিলের এ দেশীয় পরিচালক ওবায়দুর রব প্রমুখ।
Advertisement