দেশজুড়ে

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

Advertisement

অপর এক ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি রফিক শেখ আদালতে উপস্থিত ছিলেন। তিনি রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রফিক শেখের সঙ্গে ফকিরহাট উপজেলার মরিয়মের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে মরিয়ম মোবাইলে একটু বেশি কথা বলতেন। কিন্তু এটিকে সন্দেহের চোখে দেখতেন রফিক শেখ। এ নিয়ে তাদের মধ্যে কলহ বিবাদ লেগে থাকতো। ২০২০ সালের ১২ আগস্ট দুপুরে বাড়ি এসে রফিক তার স্ত্রীকে না পেয়ে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। বাইরে থাকার কারণ জানতে চান রফিক। কিন্তু উত্তর দিতে না পারায় তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করতে থাকেন।

ওই দিন রাতে বেড়ানোর কথা বলে রফিক তার স্ত্রীকে নিয়ে রূপসা ব্রীজসহ বিভিন্ন জায়াগায় ঘুরতে থাকেন। রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রফিক তার স্ত্রীকে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। পরে স্ত্রীর শরীরে বস্তা পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর বাড়ি ফিরে মরিয়মের মাকে প্রতিবেশী রঞ্জন বৈরাগীর মাধ্যমে জানান, মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মরিয়মের মা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন। এর দুইদিন পর অর্ধগলিত ও পোড়া অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। পরে নিহতের মা রূপসা থানায় বাদী হয়ে রফিক শেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গাজী রফিক শেখকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন।

আলমগীর হান্নান/ইউএইচ/এমএস

Advertisement