জাতীয়

বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি

বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কয়েকজন।

Advertisement

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছদাহা ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা মো. শাহজাহানের সঙ্গে চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী এলাকার মুক্তা বেগমের বিয়ের দিন ধার্য ছিল শনিবার। এ উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বেলা ১১টা থেকে কনে পক্ষের আয়োজনে খাওয়া-দাওয়া চলছিল। কিন্তু দুপুর ১টার দিকে বর পক্ষের লোকজন খাবারে মাংস কম দেওয়া হচ্ছে- বলে অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনেছি, খাবারে মাংস কম দেওয়া নিয়ে এ ঘটনা ঘটে। এর নেপথ্যে অন্যকিছু আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

Advertisement

মিজানুর রহমান/জেডএইচ/জেআইএম