সাহিত্য

এ. এম. মল্লিকের দু’টি কবিতা

আমার বিজয়যতই আমার আকাশে শামিয়ানা হোকশকুন আর বাজপাখির ডানা-যতই অভিষ্ট নাভিমূলে ঝুলে থাকপতিতা জরায়ুর বিষণ্ন কান্না-আমার বিজয়কে কিছুতেই হতে দেব না লীন।যতই রাজপথে মিছিলের বদলে হোকডাইনামিক বারুদের স্লোগান-যতই বুদ্ধিজীবী প্লাবণে ভেসে যাকঅন্ধ প্রদেশের গল্প আর সম্মান-কিছুতেই হবে না পূরণ শহীদের ফসিলের ঋণ।যিশুর ক্রুশ আর দেখাতে পারবে না মৃত্যু ভয়,শিবের বিষ কণ্ঠে তুলে আমি করে নিয়েছি জয়।শেষ অনুরোধতোমার বুকে বারুদের মিছিলবোমার ভাষা মুখর চারিদিকফসলের মাঠে রক্তাক্ত লড়াইরাজপথে মৃত্যুর চাষাবাদদিন দিন ঝলসে যাচ্ছে তোমার মুখাবয়বএসিডদগ্ধ অষ্টাদশী রমণীর মত-অথচ আমাকে এসব দেখতেই হচ্ছে নির্বাক।প্রতিবাদ বা প্রতিক্রিয়া আমার ভেতর কিছুই নেইআর নয় সাক্ষী হয়ে বেঁচে থাকা-এবার ফাঁসির আসামির মত বেঁধে দাও হাত-পা ইডিপাসের মত কেড়ে নাও চোখের জ্যোতিআকণ্ঠ পান করাও সক্রেটিস হেমলকআর মৃত্যুর আগে বুকের বাম অলিন্দেগেঁথে দিও- যিশুর ক্রুশ, এ আমার শেষ অনুরোধ।এসইউ/এইচআর/পিআর

Advertisement