বগুড়ার ধুনট উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন মা ও তার নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বথুয়াবাড়ি গ্রামের একটি বাঁশ বাগান থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বথুয়াবাড়ি গ্রামের আব্দুর রশিদ নামে এক কৃষকের বাড়ির পাশের বাঁশ বাগানে চারদিন আগে আশ্রয় নেন অন্তঃসত্ত্বা ওই নারী। তিনি নিজের নাম মর্জিনা বলতে পারেন। এর বেশি কোনো পরিচয় দিতে পারেন না। শনিবার ভোর ৪টার দিকে বাঁশ বাগানের ভেতরেই ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন মর্জিনা। স্থানীয় অনেকেই নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ জানালেও মা তার সন্তানকে দিতে রাজি হননি। খবর পেয়ে মা ও তার সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, উদ্ধার করা মা ও তার সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে মা ও তার সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মা ও তার সন্তান সুস্থ রয়েছে।
ইউএইচ/এএসএম