বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকারের হাত থেকে বাঁচতে পথ একটাই মরো না হলে মারো।
Advertisement
শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে ‘মানবাধিকার ও আইনের শাসন: ২৮ অক্টোবর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, বর্তমানে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে নাই। কিন্তু সেই বাকশালের কর্মসূচিগুলো নিয়ে কাজ করছে।
বর্তমান সময়কে কঠিন উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে আমাদের যার যেটুকু আছে সেটুকু নিয়ে যদি ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের জন্য যে কঠিন সময় আসছে সেটা খুব করুণ হবে।
Advertisement
দুদু বলেন, এই দুঃশাসনের শেষ সীমায় এরা (আওয়ামী লীগ) পৌঁছেছে। যদি একটু দৃঢ়তার সঙ্গে এক জায়গায় হতে পারি। একদিন পরেই নতুন মাস, তারপর আসবে নতুন বছর, এই নতুন মাসে নতুন কোনো সংবাদ আসতে পারে। যদি আমরা এক জায়গায় হতে পারি।
তিনি বলেন, ড. কামাল হোসেন বাড়ি ও কোর্ট ছাড়া কিছু বোঝেন না। তিনি বলেছেন রাজপথ দখল ছাড়া এই সরকারের হাত থেকে মুক্তি নাই। ড. কামাল হোসেনের মতো মানুষও বুঝেছেন রাজপথ দখল ছাড়া মানুষের মুক্তি নাই। তাই পথ একটাই মরো না হলে মারো।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
কেএইচ/জেডএইচ/জেআইএম
Advertisement