আন্তর্জাতিক

অাত্মহত্যা থেকে ফেরালেন প্রেসিডেন্ট (ভিডিও)

এক যুবককে অাত্মহত্যা করা থেকে ফেরালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। ওই যুবক ইস্তাম্বুলের বসফরাস সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। বসফরাস সেতুটি ইউরোপ এবং এশিয়ার সঙ্গে তুরস্ককে সংযুক্ত করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসতাম্বুলের বসফরাস সেতুর রেলিংয়ের ওপর উঠে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন ওই যুবক। এ সময় এরদোগানের গাড়িবহর ওই সেতু অতিক্রম করে যাচ্ছিল।টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এরদোগানের গাড়িবহর ওই সেতু অতিক্রম করার সময় প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা কান্নারত ওই যুবককে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর যুবকটি উঠে এলে তাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়। কানে মোবাইল ফোন ধরা এরদোগান গাড়িতে বসে ওই যুবকের সঙ্গে কথা বলেন।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দোগান নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন ওই যুবক। প্রেসিডেন্ট তাকে আত্মহত্যা থেকে ঠেকানোর দুই ঘণ্টা আগে দেশটির পুলিশ সদস্যরা চেষ্টা করেও ব্যর্থ হন। বার্তা সংস্থা এপি`কে তুরস্কের প্রেসিডেন্টের এক কর্মকর্তা বলেন, এরদোগান ওই যুবককে সহায়তা করার ঘোষণা দিয়েছেন।এসআইএস/পিআর

Advertisement