সাহিত্য

প্রকাশিত হয়েছে ‘নৃ-কথা’

সম্প্রতি প্রকাশিত হয়েছে সংকলনগ্রন্থ ‘নৃ-কথা’। এতে চারটি ক্যাটাগরিতে ২৭ জন লেখকের প্রবন্ধ, কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা নৃ-কথা।

Advertisement

সংকলনের ‘মনীষী-কথা’ বিভাগে বঙ্গবন্ধু, বিশ্বকবি ও জাতীয় কবিকে নিয়ে লেখা রয়েছে। এ বিষয়ে লিখেছেন অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, ড. বিশ্বজিৎ ঘোষ, ড. লুৎফুল হাসান, ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, ড. সৌমিত্র শেখর, ড. মো. হুমায়ুন কবির, ড. এ এইচ এম মাহবুবুর রহমান, মো. শফিকুল ইসলাম, সঞ্জয় কুমার মুখার্জি, গুলশাহানা উর্মি এবং মো. আশিকুর রহমান।

‘বাংলাদেশের স্বপ্ন-কথা’ বিভাগে অধ্যাপক মো. নুরে আলম, মো. রাকিবুল ইসলাম, হোজাইমা সারোয়ার, আহমেদ ইমতিয়াজ ফয়সাল, ইশরাক লাবীব এবং আতিফ আসাদ।

‘ক্রীড়া ও সংস্কৃতি কথা’ বিভাগে লিখেছেন সাংবাদিক উৎপল শুভ্র, মাহমুদুল হাসান সাদি, এলিজা বিনতে এলাহি এবং গোলাম কিবরিয়া।

Advertisement

গল্প লিখেছেন ড. স্বাতী গুহ। কবিতা লিখেছেন ড. মুহাম্মদ সামাদ, মিনার মনসুর, নিশাত আনজুম এবং জুনায়েদ ইসলাম নিলয়। প্রচ্ছদ করেছেন মো. রাশেদুর রহমান। সম্পাদনা করেছেন মো. আশিকুর রহমান। সংকলনটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে।

এসইউ/এমএস