দেশজুড়ে

হত্যা মামলায় দিরাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেফতার করছে র‌্যাব-৯।

Advertisement

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট শহরের মদীনা মার্কেট এলাকা তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ৩টায় তাকে দিরাই থানায় হস্তান্তর করা হয়।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জাগো নিউজকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানা সূত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) উপজেলার উদির হাওর জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপের রুহেল (মেম্বার) ও যুক্তরাষ্ট্র প্রবাসী কাজল নুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাজল নুরের চাচাতো ভাই রুহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পাঁচদিন পর নিহতের বড় ভাই সুহেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় প্রদীপ রায়কে প্রধান করে ৭৩ জনকে আসামি করা হয়।

Advertisement

ওসি আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জানুয়ারি উপজেলার জারলিয়া জলমহালের দখল নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন মারা যান। ওই ঘটনায় প্রদীপ রায়কে প্রধান এবং দিরাই পৌরসভার তৎকালীন মেয়র মোশাররফ মিয়া ও উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ ৩৯ জনকে আসামি করে থানায় মামলা হয়। ওই মামলায় প্রদীপ রায় জামিনে আছেন।

লিপসন আহমেদ/ এএইচ/এএসএম

Advertisement