খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছিল শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে হ্যাটট্রিক জয়ের পর সুপার টুয়েলভে বাংলাদেশকেও হারিয়ে দেয় দলটি। তবে এক হারে পাশার দান যেন উল্টে গেছে। উড়তে থাকা লঙ্কানরা এখন মারাত্মক চাপে।

Advertisement

নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। এই এক হার লঙ্কানদের সেমিফাইনাল স্বপ্নে হেনেছে বড় আঘাত। কেননা দলটিকে সামনে লড়তে হবে কঠিন সব প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজই যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে দাসুন শানাকার দল, যারা নিজেদের শেষ ম্যাচে হারিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের সাম্প্রতিক ফর্মও বেশ হতাশাজনক।

সবশেষ মুখোমুখি পাঁচ ম্যাচের পাঁচটিতেই দক্ষিণ আফ্রিকার কাছে হার মেনেছে শ্রীলঙ্কা। একটা সময় জয়-পরাজয়ের হিসাবে একদল আরেকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও, এখন টেম্বা বাভুমার দল এগিয়ে অনেক ব্যবধানে।

Advertisement

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকাল ৪টায় মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। মাঠের লড়াই শুরুর আগে দল দুটির মধ্যে জয়-পরাজয়ের হিসাবসহ আরও কিছু পরিসংখ্যান একটিবার দেখে নেয়া যাক:-

মোট ম্যাচ ১৬দক্ষিণ আফ্রিকার জয় ১১শ্রীলঙ্কার জয় ৫ফলহীন ০

সর্বোচ্চ দলীয় সংগ্রহদক্ষিণ আফ্রিকা: ১৯৮/২, জোহানেসবার্গ ২০১৯শ্রীলঙ্কা: ১৭০/৫, কেপটাউন ২০১৭

সর্বনিম্ন দলীয় সংগ্রহদক্ষিণ আফ্রিকা: ৯৮, কলম্বো ২০১৮শ্রীলঙ্কা: ১০৩, কলম্বো ২০২১

Advertisement

সর্বোচ্চ ব্যক্তিগত রানদক্ষিণ আফ্রিকা: ৩১১ রেজা হেনড্রিকসশ্রীলঙ্কা: ১৯৭, দীনেশ চান্দিমাল

ব্যক্তিগত সেরা ইনিংসদক্ষিণ আফ্রিকা: ৮৫*, ফ্যাফ ডু প্লেসি শ্রীলঙ্কা: ৮৪*, ইসুরু উদানা

সর্বোচ্চ উইকেটদক্ষিণ আফ্রিকা: ১৪, ইমরান তাহিরশ্রীলঙ্কা: ১০, নুয়ান কুলাসেকেরা

সেরা বোলিং ফিগারদক্ষিণ আফ্রিকা: ৪/১৯, লুঙ্গি এনগিডি শ্রীলঙ্কা: ৪/২৩, লক্ষ্মণ সান্দাকান

এসএস/এমএস